পিবিএ ডেস্ক: বিশ্বসেরা অল-রাউন্ডার কোনো অপরাধ করেননি; তবে মারাত্মক একটা ভুল করেছেন। এমসিসি সদস্য হয়েও ম্যাচ ফিক্সিংয়ের তথ্য আইসিসিকে জানাননি। যে কারণে তাকে দুই বছরের নিষেধাজ্ঞার সাজা শুনতে হয়েছে। আইসিসির এই ঘোষণার পর বিশ্বের খ্যাতনাম ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ পক্ষে, আবার কেউ বিপক্ষে।
২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। মিস করতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। পাকিস্তানের রমিজ রাজা যেমন এই শাস্তিকে সমর্থন দিয়েছেন। বিতর্কিত এই ধারাভাষ্যকার তথা সাবেক ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘সব ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদদের জন্য সাকিবের শাস্তি একটি শিক্ষা; আপনি যদি নিয়ম-নীতিকে পাশ কাটিয়ে খেলার চেয়েও বড় হতে চান তাহলে চরম পতনের জন্যও তৈরি থাকুন। বেদনার।’
সাকিবের শাস্তি আর বাড়ানোর দাবি জানিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘সাকিব আল হাসান যে শাস্তিই পাক না কেন, কোনো সমবেদনা নেই। এ যুগে খেলোয়াড়েরা কী করতে পারবে আর কী পারবে না, তা সব সময়ই বলা হয়। এবং তাদের কী কী জানাতে হবে সেটাও বলা হয়। দুই বছর পর্যাপ্ত না। আরও বড় শাস্তি হওয়া উচিত ছিল।’
পিবিএ/আম