পিবিএ,চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। বুধবার বেলা ১২টার দিকে আদালত এ রায় ঘোষণা করেন।
এর আগে ৩০ মে ফটিকছড়ি থানায় হুমকির এ মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।মামলায় আরও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।’
পিবিএ/বাখ