`রাজকীয় প্রত্যাবর্তন হবে সাকিবের’

পিবিএ স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেটের প্রাণই বলা যায় সাকিব আল হাসনকে। তিনিই কিনা এখন বাংলাদেশ দলে নেই। দুই বছরের জন্য আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার। জুয়াড়ির কথা গোপন রাখায় এই শাস্তি পেয়েছেন তিনি। তবে দুই বছর পর ক্রিকেটে রাজকীয় ভাবেই ফিরবেন বলে আশাবাদী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের।

সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-এর ইউটিউব চ্যানেলে সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথাই বলেছেন হার্ষা। শুরুতে বলেন, স্বীকার করছি সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশে যা ঘটেছে তাতে হতভম্ব ও হতাশ লাগছে। সাকিব ক্রিকেটের বড় তারকা এবং এ মুহূর্তে সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন। অনেক অভিজ্ঞ। সে একজন খেলোয়াড় যাকে গোটা দেশ সমর্থন দেয় তার দিকে তাকিয়ে থাকে। আর তাই সাকিব অনৈতিক প্রস্তাব পাওয়ার কথা জানায়নি, এ ব্যাপারটি ভীষণ ভীষণ বিভ্রান্তিকর। এটা একবার নয়, তিন-তিনবার ঘটেছে। আমি বিস্মিত, কারণ সাকিব এ ধরনের (জুয়ারির প্রস্তাব) আচরণ জানানোর ব্যাপারে সব সময়ই সোচ্চার। ২০১৩ সালে বিপিএলে তা করেছে, যেবার মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ হলো। সে বাংলাদেশের একজন গর্বিত ক্রিকেটার। তার মতো কেউ অজ্ঞতার ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারে না।

এই সময় তিনে স্মিথ-ডেভিড ওয়ার্নারদের নিষিদ্ধ হওয়ার উদাহরণ টেনে বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী, বল টেম্পারিংয়ের চেয়ে জুয়াড়ির প্রস্তাব না জানানো অনেক অনেক বড় অপরাধ…আর তাদের (স্মিথ-ওয়ার্নার) নিষেধাজ্ঞা কিন্তু আইসিসি নয়, তাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন দিয়েছে। আইসিসির নিয়ম এ ক্ষেত্রে কঠোর। আইসিসি আশা করে তাদের সামনের খেলোয়াড়েরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তাই আমি মনে করি মাত্র এক বছর নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিব ভীষণ ভীষণ ভাগ্যবান। এটা বাংলাদেশের জন্য অনেক বড় আঘাত। সাকিব বিশ্বকাপে কী করেছে তা সবাই দেখেছে। দলের শুধু সেরা ব্যাটসম্যান না সেরা বোলারও এমন খেলোয়াড় খুঁজে পাওয়া খুব বিরল। বাংলাদেশের এখান থেকে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে। হার্ষার আশা, স্মিথ-ওয়ার্নার নিষেধাজ্ঞার মেয়াদ শেষে যেমন রাজকীয় প্রত্যাবর্তন করেছেন সাকিবের ক্ষেত্রেও হয়তো তেমনটি দেখা যাবে। তবে কৃতকর্মের দ্বারা সাকিব বাংলাদেশ ক্রিকেটকে খাটো করেছেন বলেও মনে করেন তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...