পিবিএ ডেস্ক: দাউ দাউ করে জ্বলছে চলন্ত ট্রেন। একটার পর একটা কামরায় ছড়িয়ে পড়ছে সে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। এই আগুন লাগার ঘটনায় ৬২ আরোহীর মৃত্যু খবর পাওয়া গেছে। দগ্ধ ও আহত হয়েছেন প্রায় শতাধিক। নিহতের পরিমাণ আরো বাড়বে।
বৃহস্পতিবার করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। রহিম ইয়ার খান শহরে এ দুর্ঘটনায় আগুনে পুড়ে ছাই হয় ট্রেনের তিনটি বগি।
সংবাদমাদ্যম ডন এর খবরে বলা হয়, আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় প্রাণে বাঁচতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাফ দেন। দমকল ও উদ্ধারকর্মীদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে।
দেশটির জেলা পুলিশ কর্মকর্তা আমির তৈমুর খান জানান, বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছে, উদ্ধারকৃত মরদেহের বেশিরভাগই তাদের।
জেলার অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান বাকির হুসেইনের বরাত দিয়ে জিও টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনার শোক প্রকাশ করে নিহতের পরিবারদের সমবেদনা জানিয়েছেন।সেইসঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পুরোনো ও দুর্বল অবকাঠামো আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে পাকিস্তানে। গত জুলাইয়ে ট্রেন দুর্ঘটনায় দেশটিতে নিহত হয় ১১ জন। সেপ্টেম্বরে আরেকটি দুর্ঘটনায় নিহত হয় চারজন।
পিবিএ/বাখ