পিবিএ ডেস্ক: ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্কটল্যান্ড ও ওমান।
দুবাইয়ে বুধবার প্লে-অফে স্কটল্যান্ড স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯০ রানে এবং ওমান হংকংকে ১২ রানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।
১৪ দল নিয়ে হওয়া বাছাইপর্বে দুই গ্রুপের সেরা দল হিসেবে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে পাপুয়া নিউগিনি ও আয়ারল্যান্ড। আর প্লে-অফ থেকে বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান।
এই ছয় দলের মধ্যে পাপুয়া নিউগিনি ও নামিবিয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম রাউন্ডে এই ছয় দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী হলো। আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ড। শ্রীলঙ্কা আছে ‘এ’ গ্রুপে, ‘বি’ গ্রুপে বাংলাদেশ।
প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার টুয়েলভে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো আগেই জায়গা করে নিয়েছে সুপার টুয়েলভে।
পিবিএ/ইকে