পিবিএ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে যাত্রা শুরু করলো জম্মু-কাশ্মীর ও লাদাখের। আজ থেকে অঞ্চল দু’টি সরাসরি কেন্দ্র দ্বারা পরিচালিত হবে। একে উন্নয়নের নবযুগ আখ্যা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ৩৭০ ধারা বাতিলের পরও উপত্যকার শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে পাকিস্তান। এরমধ্যেই, কাশ্মীর পরিদর্শনে ইইউ আইন প্রণেতাদের অনুমতি দেয়ায় মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস এবং শিবসেনা।
৩১ শে অক্টোবর ভারতের একতা দিবস। ১৯৪৭ পরবর্তী সময়ে ভারতে ঐক্য প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য রাজনীতিক সরদার বল্লবভাই প্যাটেলের জন্মদিনে দিবসটি পালন করা হয়। আর এদিনেই পূর্বঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা। বিভক্ত করা হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি অঞ্চলে। যা সরাসরি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরদার প্যাটেলের জন্মদিনে দেয়া ভাষণে, উপত্যকায় উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে, কাশ্মীর সফর শেষে শ্রীনগরে সংবাদ সম্মেলন করেছেন ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা। আটক স্থানীয় নেতাদের মুক্তির পাশাপাশি নিরাপত্তা শিথিল করার দাবি জানান তারা। কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে, উপত্যকা পরিদর্শনে বিদেশিদের অনুমতি দেয়ায় সরকারের সমালোচনা করেছে হিন্দুত্ববাদী দল শিবসেনা ও বিরোধীদল কংগ্রেস।
গেলো ৫ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্বশাসন ও কাশ্মীরীদের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। নিরাপত্তার নামে উপত্যকায় মোতায়েন রয়েছে ৯ লাখ সেনা। ইতোমধ্যে লাদাখের উপরাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সাবেক আইএএস কর্মকর্তা রাধা কৃষ্ণা মাথুর। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে মনোনীতি হয়েছেন গিরিজ চন্দ্রা মুর্মর।