পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আল-মামুন (১৪)ও মিলন মিয়া(১৩) নামের একই স্কুলের দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
১৮ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজ পর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ‘দক্ষিন মন্দুয়ার দছরের গোলায়’ এ দূর্ঘটনা ঘটে। নিহত আল-মামুন উপজেলার দক্ষিন মন্দুয়ার গ্রামের নুর আলম শেখের ছেলে এবং নিহত মিলন মিয়া দক্ষিন মন্দুয়ার গ্রামের লাল মিয়ার ছেলে। তারা দুজনই প্রতিবেশি সহপাঠী একই স্কুল মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার জুম্মার নামাজ পর আল-মামুন ও মিলন মিয়া বাই সাইকেল চালিয়ে বল্লমঝাড় দাওয়াত খেতে যাওয়ার পথে দক্ষিন মন্দুয়ার দছরের গোলায় পৌছিলে সাদুল্লাপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২৬-৩৫২০) এর সাথে ধাক্কা লাগে। এতে দুজনেই গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে আল-মামুনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। অপর আহত মিলন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আরএমও হারুন-অর রশিদ জানান, আল-মামুনকে হাসপাতালে নেওয়ার আগেই আল-মামুন মারা গেছে।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক প্রাইভেট কারটি আটক করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। এঘটনায় আল-মামুন ও মিলনের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আরশেদু্ল হক গাড়ি আটক করা হয়েছে বলে জানান।
পিবিএ/জেডআই