‘সালমান-লোহান তারা শুধুই বন্ধু’

পিবিএ ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। এর আগেও অনেকবার তাদের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। তবে এবার তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন লিন্ডসে লোহানের বাবা।

লোহানের বাবা মাইকেল লোহান বলেছেন, তার মেয়ের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। এতে কামনা–বাসনা নেই। তারা ‘শুধুই বন্ধু’।

লিন্ডসে লোহানের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে ট্যাবলয়েডে প্রকাশিত জল্পনামূলক খবরের পরিপ্রেক্ষিতে এই কথা বলেন মাইকেল লোহান। গতকাল বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবর রটে, এই ‘মিন গার্লস’ তারকাকে মোহাম্মদ বিন সালমান একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহানের অনেক ক্ষমতাধর বন্ধু রয়েছে জানিয়ে তিনি বলেন, লিন্ডসে সেখানে কাজ করে, যাওয়া-আসা করে। মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহান যেসব কাজ করছে, সেই সুবাদে সে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছে।

মাইকেল লোহান বলেন, লিন্ডসে লোহান সিরিয়ায় যেসব ভালো কাজ করেছেন, তা নিয়ে কেউ লিখছে না। তারা শুধু বাজে কথা শুনতে চায়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...