পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের বলাকৈড় হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী মৌসুমী। দু’চোখে স্বপ্ন শিক্ষিত হয়ে দেশে সেবা করার। কিন্তু বাড়ীতে চলেছে মৌসুমীর বিয়ে আয়োজন। কনে সেজে বসে আছে বিয়ের পিড়িতে বসবে।
পাশ্ববর্তী বনগামের মোশারেফ দাঁড়িয়ার ছেলের সাথে না বালিকা মৌসুমীর বিয়ে ঠিক করে তার বাবা ঠান্ডা মোল্লা। সব ঠিকঠাক থাকায় বাড়িতে এসে পড়ে বরযাত্রী। চলছে মেহমানদের খাবার পরিবেশন। কিছুক্ষপরই শুরু হবে বিয়ে পড়ানো।
আর ঠিক তখনি বিয়েতে বাঁধ সাধলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান। বাল্য বিয়ের ভেস্তে দেয়ায় রক্ষা পেল ১০ম শ্রেনীর ছাত্রী মৌসুমী।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান খান বলেন, সদর উপজেলার বলাকৈড় গ্রামে একটি বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। কনের অভিভাবকদের সাথে কথা বলেছি, গ্রাম পুলিশদের রাত অবদি ওই বাড়িতে অবস্থান করতে বলেছি, যাতে কোন ভাবেই বাল্য বিয়ে না দিতে পারে।
পিবিএ/জেডআই