চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : চালক নিহত

পিবিএ,নড়াইল: নড়াইল-যশোর সড়কের ভাঙ্গুড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাস চালক মোস্তফা মোল্যা (৫০) নিহত হয়েছেন।

বাস চালক নিহত
চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাস চালক নিহত।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের সিরাজ মোল্যার ছেলে। এ দুর্ঘটনায় ১২ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নড়াইলের কালনাঘাট থেকে ছেড়ে আসা
খুলনাগামী (যশোর জ-০৪-০০১৬) যাত্রীবাহী বাসটি ভাঙ্গুড়া এলাকায় পৌঁছালে সামনের
একটি চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গেলে
চালক মোস্তফা নিহত হন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...