পিবিএ, ঢাকা: সুন্দরবনের দস্যু জীবন থেকে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তারা যদি আবারও দস্যুতায় জড়িয়ে পড়েন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
আজ শুক্রবার সকালে বাগেরহাটে সুন্দরবন দস্যু মুক্ত ঘোষণার এক বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বেনজীর বলেন, ‘দস্যু জীবনে ফিরে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দস্যুতা না থাকায় সুন্দরবনে পর্যটন দ্রুত প্রসারিত হচ্ছে।’
এসময় র্যাব মহাপরিচালক সাবেক দস্যুদের ৬৮টি মামলা দ্রুত নিষ্পত্তিরও তাগিদ দেন। গত বছর এই দিনে সবশেষ ৬টি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। যার প্রথম বর্ষপূর্তিতে বাগেরহাটের শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে সাবেক দস্যু বাহিনীর সদস্যের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মে একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ প্রতিনিধির মধ্যস্থতায় প্রথম র্যাবের কাছে আত্মসমর্পণ করে মাস্টার বাহিনীর ১০ সদস্য। এর পর একে একে আত্মসমর্পণ করে আরও ৩১টি জলদস্যু বাহিনী। দস্যু জীবন ত্যাগ করে এসব বাহিনীর সদস্যরা বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
পিবিএ/বাখ