আন্তঃবাহিনী হকিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

পিবিএ,ঢাকা: আন্তঃবাহিনী হকি প্রতিযােগিতা-২০১৯ বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১-১০-১৯) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে। প্রতিযােগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

চুড়ান্ত খেলায় সেনাবাহিনী দল টাই ব্রেকারে ৫-৩ গোলে বাংলাদেশ নৌবাহিনী দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল।প্রতিযােগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল আহসান সেরা খেলোয়াড় বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, ওএসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...