পিবিএ,ঢাকা: সাকিবের নিষেধাজ্ঞা বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) সাকিব আল হাসানকে বলেছে এখন যদি শাস্তির ঘোষণা না আসে, তাহলে আরও কিছুদিন পরে হলেও নিষেধাজ্ঞা দেয়া হবে। সে হিসেবে ভারত সিরিজের মাঝামাঝিতে এই ঘোষণা আসতো। যা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতো। আর সাকিব তা চায়নি।
তিনি আরও বলেন, সাকিব আরও বলেছে, যদি শাস্তির ঘোষণা আরও পরে আসে তবে তার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না। তাই সে এখন নিষেধাজ্ঞা চেয়েছে। এর ফলে বিশ্বকাপে তাকে পাওয়ার ক্ষীণ সম্ভাবনা হলেও থাকবে।
প্রস্তাবে সম্মতি না দিলেও ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়ে আইসিসিকে না জানানোয় নিষেধাজ্ঞার কবলে পড়েছেন সাকিব। এ বিষয়ে আকরাম খান আরও দাবি করেন, অনেকে বিস্ময় প্রকাশ করেছেন যে, কেন ভারত সিরিজের আগেই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। এই বিষয়ে আমরা কিছুই জানতাম না।
পিবিএ/ইকে