পিবিএ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রতিদিন পুড়ছে হাজারো মানুষের স্বপ্ন। বিপন্ন হচ্ছে প্রাণীদের জীবন। পরিসংখ্যান বলছে, দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল।
বৃহস্পতিবারও নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। আগুন নেভাতে দিনরাত কাজ করে চলেছেন দমকল বাহিনীর সদস্যরা। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার নতুন করে ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনো কাউন্টিতে দাবানল সৃষ্টি হয়েছে। একদিনেই পুড়ে গেছে দুশ’ একরেরও বেশি বনাঞ্চল। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
তারা বলছে, যতক্ষণ পারি বাসাতেই থাকবো। যদি দেখি আর সম্ভব হচ্ছে না তখন অন্য কোথাও চলে যাবো।
কর্তৃপক্ষ জানান, এখন পর্যন্ত ঐ অঞ্চল থেকে অনেককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে, অনেকেই বাড়ি ছাড়তে না চাওয়ায় তাদেরকে সাবধানে থাকতে বলা হয়েছে।
তথ্য কর্মকর্তা ট্রেসি মার্টিনেজ বলেন, পরিস্থিতি ভয়াবহ। সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে। জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে কেউ বের হবেন না। দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
পুড়ছে লস অ্যাঞ্জেলেসও। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। আগামী দু’দিন পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে। তবে, অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে দাবানল কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন গভর্নর।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বলেন, কয়েক জায়গায় নতুন করে দাবানল শুরু হলেও, ভালো খবর হচ্ছে উত্তরাঞ্চলের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। মানুষ নিজ বাসায় ফিরছে। আসা করছি আমরা দ্রুতই দাবানল নিয়ন্ত্রণ করতে পারবো।
এদিকে, আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পিবিএ/ইকে