পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সংবাদকর্মী মিজানুর রহমান মিন্টু (৫৩) আর নেই।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি নাগেশ্বরী থানা পাড়ার মৃত আলহাজ্ব ফজলার রহমানের ছেলে এবং দৈনিক চাঁদনী বাজার পত্রিকার কুড়িগ্রাম জেলার উত্তর ধরলা প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন। আসরের নামাজের পর নাগেশ্বরী ডি.এম এ্যাকাডেমি ফুটবল মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তার এই মৃত্যুতে উপজেলার সকল সাংবাদিক শোক প্রকাশ করেছেন।
পিবিএ/মমিনুল ইসলাম বাবু/এমএসএম