অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা

পিবিএ ডেস্ক: আগামী ৩ নভেম্বর ঘরের মাঠে বাংলাদেশপর বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিতের দল। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিবেন রোহিত। তবে তার আগে ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে অনুশীলনের সময় রোহিতের চোট।


ব্যাটিং অনুশীলনেট সময় দ্রুতগতির একটি বল এসে আঘাত করে রোহিতের বাঁ পায়ের উরুতে। ঐদিন আর অনুশীলন করতে নামে নি রোহিত। ভারতের অধিনায়কের চোট ঠিক কতটা গুরুতর তা এখনো জানায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে হেঁটে হেঁটে সাজঘরে যাওয়ার সময় তার চোট দেখে গুরুতর কিছু বলে মনে হয়নি।

ভারতের এক বার্তা সংস্থা থেকে জানা যায়; “আপাতত রোহিতের চিকিৎসা চলছে। তার ব্যাপারে পরবর্তীতে আমরা আপনাদের অবহিত করব।”

উল্লেখ্য যে, আগামী ৩ নভেম্বর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৭ ও ১০ নভেম্বর রাজকোট ও নাগপুরে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ এবং ১৪ ও ২২ নভেম্বর ইনডোর ও কলকাতায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের দুটি টেস্ট।

পিবিএ/ইকে

আরও পড়ুন...