পিবিএ ডেস্ক: দিল্লির দুষিত বায়ুতে মাস্ক পরে দ্বিতীয় দিনে কোচসহ ক্রিকেটারদের অনুশীলন। কিন্তু এরপরও সংবাদমাধ্যম আলোচনায় সাকিব। দ্বিতীয় দিনের মতো অনুশীলন শেষে যখন গণমাধ্যমেের সামনে আসলেন ডমিঙ্গো, দুই দেশের সাংবাদিকদের প্রশ্ন ছিল প্রায় সাকিবকে ঘিরেই।
সংবাদমাধ্যমকে হেড কোচ ডমিঙ্গো জানিয়ে দিলেন, “সাকিব একজন সেরা ক্রিকেটার। কিন্তু এই মুহুর্তে সাকিবকে ছাড়ায় টি-টোয়েন্টি সিরিজের দিকে নজর তার দলের। ডমিঙ্গোর ভাষ্যে, “তিনি বাংলাদেশের একজন ক্রিকেটার এবং অনেক ক্রিকেটারের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। তাই স্পষ্টতই এটি কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত করেছে। সর স্পষ্টতই সে ভুল করেছে এবং তার দামও তিনি পরিশোধ করছেন।”
একাদশে তিন নম্বরে সমাধান ছিলোনা অনেক দিন৷ কিন্তু বিশ্বকাপ থেকেই এর দারুণ সমাধান হয়ে ওঠেন সাকিব। তার অভাব মিটবে কিভাবে? “সাকিব ৩ নম্বরে ব্যাট করতো। কখনো বোলিং করেছেন শুরুর দিকেই, প্রতিটি খেলায় চার ওভার বল করেন, তিনি আমাদের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের একজন। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ব্যাটসম্যানকে প্রতিস্থাপন করবেন না আপনি বোলারকে প্রতিস্থাপন করবেন? ডমিঙ্গোর জবাব।
সাকিবের অভাব পূরন যে সম্ভব না সেটি উল্লেখ করে তিনি আরো উল্লেখ করেন, “যেহেতু আপনি উভয়কেই প্রতিস্থাপন করতে পারবেন না কারণ উভয় দক্ষতা খেলোয়াড় পাওয়া খুব কঠিন। “
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ নভেম্বর ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
পিবিএ/ইকে