মালিতে জঙ্গি হামলায় ৩৫ সেনা সদস্য নিহত

পিবিএ ডেস্ক: দেশটির উত্তরাঞ্চলে শুক্রবার একটি সেনা ঘাটিতে জঙ্গি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। সেনাবাহিনী তাদের ফেসবুকে পেজে এক পোস্টে জানায়, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর ওপর এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। গত সেপ্টেম্বরেই ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছিল মালির সেনাবাহিনী।

মালিতে নিজেদের শক্ত অবস্থান থেকে আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত গ্রুপগুলো সাহেল অঞ্চলজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে। সেনেগাল, মৌরতানিয়া, মালি, বুরকিনা ফাসো, আলজেরিয়া, নাইজার, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া ও ইথিওপিয়ার বিভিন্ন অংশ নিয়ে এই সাহেল অঞ্চল গঠিত।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মধ্যাঞ্চলীয় মালিতে দুটি সেনা ঘাটিতে সমন্বিত হামলায় ৩৮ জন সেনাসদস্য নিহত হয়। ওই অঞ্চলে ফরাসি বাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স

পিবিএ/বাখ

আরও পড়ুন...