জেনে নিন, নিখুঁত মেকাপের টিপস অ্যান্ড ট্রিকস

জেনে নিন, নিখুত মেকাপের টিপস অ্যান্ড ট্রিকস

পিবিএ লাইফস্টাইল ডেস্কঃ মেকাপ করা নিয়ে অনেকের মধ্যেই একটা ভয় কাজ করে। বিশেষত যারা নতুন মেকাপ করছেন তাঁদের কাছে মেকাপ করাটা খুবই জটিল কাজ বলে মনে হয়। নিজেকে অন্যরূপে ধরা দিতে মেকাপের ক্ষেত্রে মেনে চলুন এই সহজ কয়েকটি টিপস।

১. প্রথম স্টেপ ফেস মেকাপ

মেকাপ করার আগে সবার প্রথমে ত্বক পরিষ্কার করে নিতে হবে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভালো কোনও ক্লিনজার।
মুখ পরিষ্কার করে নেওয়ার পরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। এর ফলে মেকাপ ত্বকে খুব ভালোভাবে মুখে সেট হবে।
এরপর চলে আসুন মুল মেকাপ পর্বে। প্রথমেই খানিকটা ফেস প্রাইমার আঙুলের ডগায় নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। প্রাইমার সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। তা না হলে কিন্তু মুখটা তেলতেলে হয়ে থাকবে।
মুখে প্রাইমার লাগিয়ে নিয়ে দশ মিনিট মতো অপেক্ষা করুন। এবার আপনার ত্বকের রঙ যদি একটু চাপা হয়, তাহলে ফাউন্ডেশন ব্যবহার করুন, আর ত্বকের রঙ যদি উজ্জ্বল হয়, তাহলে চোখের নীচে শুধুমাত্র কন্সিলার ব্যবহার করলেই হবে।
একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন তা হল, কন্সিলার লাগিয়ে নিয়ে কিন্তু কখনওই তা ব্লেন্ড করবেন না। বিশেষত মুখে যদি কোনও দাগছোপ থাকে তাহলে তা অবশ্যই আঙুলের সাহায্যে কন্সিলার দিয়ে ঢেকে ফেলুন।
কন্সিলারের পর এবার ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি অবশ্যই স্কিন টোন অনুসারে বেছে নিতে হবে। তা না করলে কিন্তু মেকাপ ত্বকে ফুটে উঠবে। ন্যাচারাল লুক পেতে ফাউন্ডেশনের শেডটি মানানসই হওয়াটা খুব জরুরি।
অনেকেই রয়েছেন যাঁরা লিক্যুইড ফাউন্ডেশন লাগাতে পছন্দ করেন না। তাঁরা প্যানকেক ব্যবহার করতেই পারেন বা ব্যবহার করতে পারেন প্যানস্টিকও।
এরপর সারা মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিয়ে কিন্তু অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে বা কেউ চাইলে হাতের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। এরপর লাগিয়ে নিন হাইলাইটার, যদিও এটি অপশনাল, না চাইলে নাও লাগাতে পারেন। তবে দুই গালে হাল্কা গোলাপী আভাযুক্ত ব্লাশ অবশ্যই লাগান।

২. দ্বিতীয় স্টেপ আই মেকাপ

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল চোখের মেকাপ।
সকলের মাঝে নজরকাড়া লুক পেতে গাঢ় রঙের আইশ্যাডো ব্যবহার করে বানিয়ে নিন স্মোকি আই।
স্মোকি আই কিন্তু সেকোনও অনুষ্ঠানে একটি ট্রেন্ডি স্টাইল স্টেটমেন্ট। তবে যদি চান তাহলে স্মোকি আই না বানিয়ে ব্যবহার করতে পারেন গ্লিটার আইশ্যাডো।
চোখের উপরের পাতায় সুন্দর করে পরে নিন আই লাইনার, সেক্ষেত্রে ব্যবহার করুন জেল আইলাইনার।
তবে যেরকম লুকই ট্রাই করুন না কেন, কাজল ছাড়া কিন্তু আপনার সাজ অসম্পূর্ণ।
সেক্ষেত্রে চোখের নীচের পাতায় ঘন করে কাজল লাগিয়ে নিন। এরপর চোখের পাতায় লাগিয়ে নিন মাসকারা। এতে আপনার চোখদুটি হয়ে উঠবে মোহময়ী।
সুন্দর করে তুলতে হবে ভ্রু-জোড়াও। সুন্দর করে ভ্রু আঁকার ওপরেই নির্ভর করবে আপনার চেহারার শার্পনেস।
অনেকসময়ে ভুল তুলির টানে কিন্তু আপনার চেহারায় নেমে আসতে পারে বয়সের ছাপ। তাই ভ্রু আঁকার সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে।

৩. তৃতীয় স্টেপ লিপ মেকাপ

চোখের মেকাপ শেষ হওয়ার পরেই আসে ঠোঁট। উৎসবের দিনে মেকাপ যেমনই করুন না কেন ঠোঁটদুটিকে কিন্তু আকর্ষণীয় করে তোলা চাই চাই!
আবার খেয়াল রাখতে হবে যে এমন কোনো লিপস্টিক বাছবেন না, যা আপনার গোটা সাজটাই মাটি করে দিতে পারে। তাই সেই বিষয়টি মাথায় রেখে আপনার স্কিন কমপ্লেক্সনের সঙ্গে বেছে নিন মানানসই লিপস্টিক।

৪. লাস্ট স্টেপ

সবশেষে মেকাপটিকে দীর্ঘস্থায়ী করতে মুখের ওপর স্প্রে করুন মেকাপ ফিক্সিং স্প্রে।
তবে মেকাপ ফিক্সিং স্প্রে যদি না থাকে তাহলে তেমন কোন বড় অসুবিধা নেই। খেয়াল রাখবেন যেন গরমে মেকাপ ঘেঁটে না যায়।

পিবিএ/এমআর

আরও পড়ুন...