গ্যাস চেম্বাররে কেন খেলতে গেলো বাংলাদেশ?

পিবিএ স্পোর্টস : ভারতের দিল্লিতে বায়ু দূষণে একে ‘গ্যাস চেম্বার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে বর্তমানে খেলা ছাড়া সব বন্ধ রয়েছে। কিন্তু ভারতে এ অবস্থায় কেন বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিড়াঙ্গনে। কেন বিসিবি সেখানে খেলতে আপত্তি জানালো না। কেনো চুপ আছে বিসিবি তা নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেট বিশ্লেষক ও ভক্তদের।

এই শহরে একমাত্র খেলা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিবেশবিদরাও এই ম্যাচটিকে সরিয়ে নেয়ার জন্য আবেদনও জানিয়েছে। শুধু সাবেক ক্রিকেটারদের একই ভক্ত ম্যাচটি সরিয়ে নেয়া হোক। কিন্তু কোনো কথা কানে নেননি বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি এই মাঠেই খেলা চালিয়ে যাওয়ার কথা বারবার বলছেন।

কেনো এই মাত্রাতিরিক্ত দূষণ, জানা গেলো এক ভারতীয় সাংবাদিকের কাছে। ভারতীয় সাংবাদিক বলেন, ‘প্রচুর জমি জ্বালিয়ে দিচ্ছে, পাঞ্জাব হরিয়ানার সেই ধোঁয়াগুলো এদিকে চলে আসছে।’ এই পরিবেশে থাকবে ঝুঁকিতে ক্রিকেটাররা। তারপরও এ পরিস্থিতিতে কেনো এখানে ম্যাচ আয়োজন? কেনো কোনো আপত্তি জানায়নি বিসিবি? এই বিষয়ে সিনিয়র ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির বলেন, ‘হয়তো বিসিবি ভেবেছে এতদিন পরে একটা পূর্ণাঙ্গ ট্যুর পেয়েছি এখন যা বলে তাই মেনে নেই।’ স্টেডিয়াম এলাকা পরিদর্শনে এসেছিলেন সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা। এই বিষয়ে কর্পোরেশনের ডেপুটি কমিশনার আমান গুপ্তা বলেন, ‘ম্যাচ উপলক্ষে দূষণ রোধে স্টেডিয়াম এলাকা বাড়তি নজরদারিতে রাখা হচ্ছে। বাড়তি পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি ১০টি পানির ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। আমরা আশা করছি ম্যাচে খুব একটা সমস্যা হবে না।’ যদিও স্থানীয়দের মতে, শিগগিরই বদলাবে না পরিস্থিতি। উল্লেখ্য, প্রথমবারের মতোআজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

পিবিএ/বাখ

আরও পড়ুন...