লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালক নিহত

lalmonirhat-car-accident PBA

পিবিএ,ঢাকা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম (২০) নিহত হয়েছেন।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (২০) নীলফামারীর জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শনিবার সকালে বাউরা থেকে ডিমলাগামী মাইক্রোবাসটিকে বুড়িমারীগামী মোল্লা পরিবহনের একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম ও তার হেলপার ইসমাইল হোসেন (১৬) গুরুতর আহত হন। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে চালক শফিকুল ইসলাম (২০) মারা যান। ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি প্রসূন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশায় দ্রুতগতির ট্রাকটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়ার এ দুর্ঘটনা ঘটে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...