পিবিএ স্পোর্টস ডেস্ক: গত কয়েক দিন ধরেই দিল্লিতে মাত্রাতিরিক্ত পরিবেশন দূষণ হচ্ছে। যার কারণে প্রসাশনিক সকল কার্যক্রম বন্ধ রেখেছে দেশটির রাজ্য সরকার। ধারণা করা হয়েছিলো বৃষ্টি হলে হয়তো পরিবেশ কিছুটা ভালো অবস্থানে আসবে। কিন্তু সেটি বিপরীত হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে পরিবেশ আরো দূষণ হয়েছে। যেটিকে আবহাওয়াবিদরা বলছেন ‘মারাত্মক ক্ষতিকারক’। এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি হওয়া কঠিন যাবে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে দিল্লিতে। এই বৃষ্টিতে পরিস্থিতি বদলানির পরিবর্তে আরো গাঢ় ধোঁয়াশা হয়েছে। বাতাসের গুণগতমান ৪০০ থেকে ছাড়িয়ে গেছে ৬০০ তে। যেখানে নিঃশ্বাস নেয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু বৃষ্টির পর যেখানে দূষণের মাত্রা কমে যাওয়ার কথা ছিলো, সেখানে উল্টোটা হল কেন, তার ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, ভারী বৃষ্টির পরিবর্তে হালকা বৃষ্টি হওয়াতেই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে বাতাসে স্যাঁতসেতে ভাব তৈরি হয়েছে। তার জেরে বাতাসের ভাসমান ধূলিকণাগুলি আরও ঘনীভূত হয়ে গিয়েছে। তার জেরেই ঘোলাটে ভাব বেড়েছে। কমে গিয়েছে দৃশ্যমানতাও।
এর আগে গত তিন দিন দিল্লিতে মাস্ক পরে অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও পরিবেশবিদরা আবেদন জানিয়েছিলেন এখান থেকে ম্যাচ সরিয়ে নিতে। শুধু তাই নয় সাবেক ক্রিকেটাররাও একই আবেদন করেছিলেন। কিন্তু সেই কথা কানে নেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
যদিও টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পরিবেশ ঠিক আছে। ম্যাচ চালিয়ে নেয়া যাবে। অথচ এমন পরিবেশে ক্রিকেটাররা মাঠে নামলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এছাড়া দিল্লির এমন পরিস্থিতিতে আজ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমানের উড়ান বাতিল হয়েছে। সবদিক খতিয়ে দেখে তাই ফের আগামী কাল থেকে রাজধানীতে জোড়-বিজোড় নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিআল সরকার। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি প্রথম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে বাংলাদেশ।