সময় যত গড়াচ্ছে বাংলাদেশের ম্যাচ ততই জটিল হচ্ছে!

পিবিএ ডেস্ক: সময় যত গড়াচ্ছে বাংলাদেশের ম্যাচ ততই জটিল হচ্ছে। দিল্লিতে কুয়াশা ও ধোঁয়া মিলে মিশে জীবনযাত্রা হুমকির মুখে ফেলেছে। দীপাবলি উৎসব মিলে দিল্লির বাতাস এখন দুর্যোগের সীমাও ছাড়িয়ে গেছে।

শনিবারের হালকা বৃষ্টির পর রোববার সকালে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও বেলা যতো এগিয়েছে পরিস্থিতি ততোটাই খারাপ হয়েছে। রোববার সকাল ১০টা নাগাদ দিল্লির বেশ কিছু অঞ্চলে বাতাসের গুণমান (একিউআই) সূচক ৬০০ অতিক্রম করে গিয়েছিল। বেলা দু’‌টো নাগাদ বাতাসের গুণমান পৌঁছায় ৯৯৯–এ। নয়ডায় বাতাসের গুণমান সূচক পৌঁছায় ১০৪৫–এ।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ এবং স্বাগতিক ভারতের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। কিন্তু এই মুহূর্তে ম্যাচ নিয়েই দেখা দিয়েছে শংকা!

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, ‘সবাই আশা করেছিল শনিবারের বৃষ্টি বাতাসের অবস্থা একটু সহনশীল করবে। কিন্তু আজকের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। চোখ জ্বালা করছে এবং আজই দেখতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে।’

এই ভয়াবহ দূষণের মাঝে ক্রিকেট ম্যাচ আয়োজন না করার আহ্বান জানিয়েছিলেন ভারতের পরিবেশবিদ থেকে শুরু করে সাবেক ক্রিকেটার এমনকী বলিউড তারকারা। কিন্তু বিসিসিআই তাদের অবস্থানে অনড়। যে কারণে প্রথম ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদী নয় ডিডিসিএ। সেই কর্মকর্তা আরও বলেছেন, ‘সিদ্ধান্ত ম্যাচ রেফারির হাতে। অবস্থা যদি এমন থাকে তবেতিনি আম্পায়ারদের সঙ্গে কথা বলবেন। তবে আবহাওয়া কখন কেমন থাকবে নিশ্চিত করে বলা যায় না। সন্ধ্যার মধ্যে বদলে যেতেও পারে। কিন্তু বর্তমান অবস্থা যদি চলে তবে সত্যি বলছি, ভালো পরিস্থিতি নয়।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...