পিবিএ ডেস্ক: ভারতের দিল্লিতে ভয়াবহ দূষণের মাঝেই শেষ পর্যন্ত টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির অরুন জেটলী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট এখন বেশ ব্যাটিং বান্ধব। রোহিত শর্মাদের কত রানে আটকে রাখা যায় সেটাই এখন দেখার।
এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে আলোচিত তরুণ বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈমের। গত ডিপিএলে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার তিনি। অন্যদিকে ভারতের ৮২তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেল শিবরাম দুবের। ভারতের কোচ রবি শাস্ত্রী তাকে ক্যাপ পরিয়ে দেন।
গত কয়েকদিন ধরেই ভয়াবহ বায়ু দূষণের শিকার হয়েছে দিল্লি। আজ রবিবার ম্যাচের দিন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৯০০ ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই দিল্লিগামী ৩৭টি ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের ভেন্যুসহ পুরো শহরে দৃষ্টিসীমা অনেক কমে আসছে। যে কারণে ম্যাচ আয়োজন না করার দাবি জানিয়েছে খোদ ভারতীয়রাই।
পিবিএ/ইকে