পিবিএ ডেস্ক: স্প্যানিশ লীগের ম্যাচে জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ। গ্রানাডাকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।
২১তম মিনিটে ওয়ারজাবালের এসিস্ট থেকে গোল করে সসিয়েদাদকে এগিয়ে দেন পর্তু। ৩৬তম মিনিটে ভ্যাদিলোর গোলে সমতায় ফেরে গ্রেনাডা।
খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন সেই পর্তু।
এই জয়ে ১২ ম্যাচে লীগ লিডার বার্সার সমান ২২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয়স্থানে আছে সোসিয়েদাদ। যদিও এক ম্যাচ কম খেলেছে বার্সেলোনা।
পিবিএ/ইকে