কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা

পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পতিত জমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নারান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি মো.শফিকুল ইসলাম ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। এতে নারান্দী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.জহিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান, ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির সহসাধারণ সম্পাদক আবদুল মান্নান ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ। প্রতিযোগিতায় ছোট, মধ্যম ও বড় তিনটি ক্যাটাগরিতে অর্ধশতাধিক ঘোড়া অংশ নেয়।

পিবিএ/এসএইচ/ইএইচকে

আরও পড়ুন...