পিবিএ ডেস্কঃ সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী তেল তামের শহরে মার্কিন সেনাদের গাড়িবহরে হামলা চালিয়েছে তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা।
সোমবার (৪ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রাশিয়ার সেন্টার ফর রিকন্সিলিয়েশনের প্রধান মেজর জেনারেল ইয়ুরি বরেনকভ জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জানা যায়, তেল তামেরের ছয় কিলোমিটার পশ্চিমে এম-৪ সড়ক ধরে ইরাক সীমান্তের দিকে যাচ্ছিল মার্কিন সেনাদের গাড়িবহরটি। এসময় তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা তাদের ওপর হামলা চালায়।
চলতি বছরের অক্টোবরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর মার্কিন সেনাদের সিরিয়া সীমান্ত ছেড়ে চলে যেতে দেখা যায়।
সিরিয়ান গণমাধ্যমগুলো জানায়, মার্কিন সেনারা সিরিয়া সীমান্ত ছেড়ে ইরাকের দিকে যাচ্ছে। গত সপ্তাহেও বেশ কয়েকটি সেনাদল সিরিয়া-ইরাক সীমান্ত অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগ পেন্টাগনও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
কিন্তু, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পাঁচ শতাধিক মার্কিন সেনা চলে যাওয়ার পর আবারও সামরিক গাড়িবহরসহ সেনারা ঘাঁটিতে ফিরেছেন।
পিবিএ/এমআর