তৃতীয় টি-টোয়েন্টিতেও হার ইংল্যান্ডের

পিবিএ ডেস্ক: ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারাল নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে জিতেছে দলটি।

টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে নেলসন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। মাত্র ৬ রান করে কুরানের বলে ফিরেন ওপেনার মুনরো। পরবর্তীতে মার্টিন গাপটিলের ৩৩ রান ও কলিন ডে গ্রান্ডহোমের ৫৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রতিপক্ষকে পাহাড় সমান টার্গেট ছুড়ে দেয় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে দলটি।

জবাবে ১৮১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয় ইংল্যান্ডের। তবে দলীয় ২৭ রানে টিকনারের বোলে আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টম বান্টন। এরপরে ডেভিড মালান(৫৫) ও জেমস ভিন্সে(৪৯) ছাড়া আর কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় ১৬৬ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস। ফলে ১৪ রানের জয় কিউইরা।

এর আগে প্রথম ম্যাচে ইংল্যান্ড জেতার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতেছিল নিউজিল্যান্ড।

পিবিএ/এএম

আরও পড়ুন...