পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের কার্যক্রম উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মন্ত্রী ইমরান আহমেদ। এর মধ্যে দিয়ে প্রবাসীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
তিনি বলেন এনআইডি পেলে কী লাভ, তা সবার জানা। ভোট দেওয়া নাগরিকের অধিকার। ভোটার হতে পারলে প্রবাসীরা ভোট দিতে পারবেন। তাঁদের অধিকার প্রয়োগ করতে পারবেন। সিইসির উদ্দেশে তিনি বলেন, ‘প্রবাসে মালয়েশিয়ায় অনেক বাংলাদেশির যথাযথ কাগজপত্র নেই। তাঁরা বিপদে আছেন। আপনারা তাঁদের ভোটার করার ক্ষেত্রে কাগজপত্রের বিষয়ে একটু নমনীয় থাকবেন।
ভোটাররা যাতে প্রবাসে থেকে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করবেন।’এই সময় মন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের এনআইডি কার্ড প্রদান করা হচ্ছে।
এ সময় মালয়েশিয়া প্রান্ত থেকে বক্তব্য রাখেন- মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ। মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জামিল হোসেন, রেজাউল করিম রেজা, মকবুল হোসেন মুকুল।
বাংলাদেশি নাগরিকরা যাতে প্রবাসে থেকেও বাংলাদেশের স্বাদ গ্রহণ করতে পারে তারই একটি উদ্যোগ এনআইডি কার্ড। ভোটার হওয়ার যোগ্য প্রায় ৯০ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। দেশের ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করার কার্যক্রম আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো। রাজধানী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
মালয়েশিয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি মো. মুখলেছুর রহমান। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, যুগ্ম-সচিব ফজলুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমানএবং বিএমইটির পরিচালক মো. নুরুল ইসলাম, হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রবাসী।
পিবিএ/কায়সার হামিদ হান্নান/এমএসএম