দিবারাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলবেন কোহলি

পিবিএ ডেস্ক: টি-টোয়েন্টি দিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক লড়াই ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে। আর এই সিরিজে নেই বিরাট কোহলি। তবে ভারতের নিয়মিত অধিনায়ক খেলবেন সফরের সবচেয়ে আলোচিত ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির টেস্টে।


কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিতব্য এই ম্যাচের ব্যাপারে নবনিযুক্ত বিসিসিআই সভাপতি সৌরভ যখন অধিনায়ক বিরাট কোহলিকে জিজ্ঞেস করেন, বিরাট কোহলি নাকি মাত্র ৩ সেকেন্ডেই রাজি হয়ে যান!

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছেন এই কথা। তিনি বলেন, ‘গত ২৪ অক্টোবর বিরাটের সাথে আমার দেখা হয়। প্রায় এক ঘন্টার মত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় আমাদের। ওকে আমার প্রথম প্রশ্নটাই ছিল দিবা-রাত্রি টেস্ট নিয়ে। আর সে মাত্র ৩ সেকেন্ডেই রাজি হয়ে যায়।’

সৌরভ আরো মনে করেন, ‘অতীতে কী হয়েছিল তা আমার জানা নেই। ফাঁকা গ্যালারিতে টেস্ট ম্যাচ খেলা যে ভালো বিজ্ঞাপন নয়, সেটা হয়তো বুঝতে পেরেছে সে। সেই কারণেই দ্রুত সম্মতি দিয়ে দেয় দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচের পক্ষে।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...