পিবিএ,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মটর সাইকেলের চাপায় নীরব মন্ডল (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুরে কোটালীপাড়া-পয়সারহাট সড়কের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নীরব বরিশাল জেলার আগৈলঝরা উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল্ল মন্ডলের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক ঘটনার জানান, কোটালীপাড়া-পয়সারহাট সড়ক পারাপারের জন্য শিশুটি দৌঁড় দিলে একটি দ্রুতগামী মটর সাইকেল তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুর্শিদা খাতুন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পিবিএ/বিএস/ইএইচকে