কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার: প্রধানমন্ত্রী

পিবিএ,ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার দুপুরে কৃষক লীগের দশম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষকদের অধিকারকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প নেয়ার সময়ও কৃষকদের অগ্রাধিকার দেয়া হয়। দেশের একখণ্ড জমিও অনাবাদি থাকবে না। কৃষকের টাকা বিতরণে যে অনিয়ম না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। গত ১১ বছরে কৃষিখাতে ৬৫,৫৭১ কোটি টাকা ভতুর্কি দেয়া হয়েছে। উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন স্বাধীন হয়ে‌ছিল তখন ৮২ভাগ মানুষ দা‌রিদ্র্যসীমার নি‌চে ‌ছিল। কৃষ‌কের চেষ্টা এবং কৃ‌ষি গ‌বেষণার ফ‌লে বাংলা‌দেশ আজ খা‌দ্যে উদ্বৃত্তের দে‌শে প‌রিণত হ‌য়ে‌ছে। এ অবদান কৃষ‌কের। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন হ‌চ্ছে। তিনি ব‌লেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়‌নে আমরা কৃষ‌কের জন্য কাজ ক‌রে যা‌চ্ছি। কৃষি‌কে যা‌ন্ত্রিকীকরণ কারার চিন্তা কর‌ছি। এ‌তে খাদ্য উৎপাদন আরেও বাড়‌বে।

দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। তিন বছর কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর। শুধু কেন্দ্রীয় কমিটি নয়, জেলা পর্যায়ের কমিটিগুলোও বিভিন্ন কারণে ঝিমিয়ে পড়েছে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পিবিএ/বাখ

আরও পড়ুন...