দিল্লির দূষণে মাঠেই বমি করেন বাংলাদেশের যে ২ ক্রিকেটার

পিবিএ ডেস্ক: দিল্লিতে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে জয় পেলেও দিল্লির প্রবল বায়ু দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের দুই ক্রিকেটার। মাঠের মধ্যেই দুই ক্রিকেটার বমি করেন বলে সূত্রের খবর।

ভারতের বিরুদ্ধে খেলা চলাকালীন যে দুই ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন, তাঁদের একজন হলেন সৌম্য সরকার। দিওয়ালির পরেই আয়োজিত এই ম্যাচের সময় দিল্লি প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। সেই কঠিন পরিস্থিতিতেই খেলা চালিয়ে যান দুই দলের ক্রিকেটাররা। প্রবল দূষণের মধ্যেও খেলা সম্পূর্ণ করায় ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের ধন্যবাদ জানান বিসিসিআই প্রেসিডন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

দূষণের জন্য সমস্যা হলেও খেলায় কী ভাবে জয়লাভ করা যায়, সেটা নিয়েই বেশি ভাবছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়শন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ খেলবে ভারত ও বাংলাদেশ।

পিবিএ/এএম

আরও পড়ুন...