পিবিএ ডেস্কঃ ভারতের তামিলনাড়ুর পাট্টাবিরামে কান্দিগাই গ্রামে নিজের প্রেমিক ডি আপ্পুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন স্টেফি। ওই গ্রামে গিয়ে কুয়ার ধারে দাঁড়িয়ে সেলফি তোলার পরিকল্পনা করেন তারা। ভালো সেলফি তোলার আশায় ওই যুগল কুয়ার সিঁড়িতে উঠে পড়ে। সেখানে বসে সেলফি তুলতে গিয়েই পিছলে কুয়াতে পড়ে যায় স্টেফ। গত সোমবার এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কুয়ায় পড়ে যাওয়া পর স্টেফিকে বাঁচাতে প্রেমিক আপ্পুও নেমেছিলেন কুয়ায়। সে সময় আপ্পুর চিৎকার শুনে ছুটে আসেন সেখানে থাকা কয়েক জন কৃষক। তারা এসে আপ্পুকে উদ্ধার করতে পারলেও স্টেফিকে খুঁজে পাননি। এরপর উদ্ধারকারী দলকে খবর দেন স্থানীয় লোকজন। তারা এসে স্টেফির মরদেহ উদ্ধার করেন।
স্টেফির দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। আপ্পুরও চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে। ঘটনা নিয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনারও তদন্ত করা হচ্ছে।
পিবিএ/এমআর