চরসিন্দুরে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিবিএ,নরসিংদী: নরসিংদী-২আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনা মাদকাসক্তদের বিরোদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তাই তাঁর এই পদক্ষেপকে সম্মতি জানিয়ে আমাদের স্থানীয় পর্যায়েও মাদকাসক্তদের দলে স্থান দিতে চাইনা।

দলের সভাপতি ও সাধারন সম্পাদক কোনক্রমে যদি মাদকাসক্তদের দলে প্রবেশ করান তাহলে সভাপতি বা সাধারন সম্পাদককে তার পদ হারাতে হবে।বুধবার বিকেলে চরসিন্দুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, সাধারন সম্পাদক মোশারফ হোসেন ভূইয়া সহ আরো অনেকে। সম্মেলনের দ্বিতীয় পর্বে মোফাজ্জল হোসেন রতন সভাপতি ও আলমগীর হোসেন ভূইয়া সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

পিবিএ/ খন্দকার শাহিন/এএম

 

আরও পড়ুন...