ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

পিবিএ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টে ত্রুটি থাকায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর থেকে কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় ১২শ মেট্রিক টন ইউরিয়া সার (কোটি টাকা মূল্যের) উৎপাদন ব্যাহত হবে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরোনে হয়েছে। যার কারণে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আজকে হঠাৎ করে অ্যামোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়লে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়।

তবে কারখানাটির অ্যামোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...