পিবিএ,ডেস্ক: অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের একমাত্র মেয়ে আলাইনার আজ ৮ নভেম্বর (শুক্রবার) জন্মদিন। ২০১৫ সালের এই দিনে শিশিরের কোলজুড়ে আসে সে। পঞ্চম বছরে পদার্পণ করেছে সাকিব-শিশির দম্পত্তির আদরের কন্যা।
জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটে মেয়ের জন্মদিন পালন করেছেন বাবা সাকিব। স্নেহের ধনকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তাতে কেকসহ মেয়ের একটি ছবিও পোস্ট করেছেন।
সাকিব লেখেন, চতুর্থ জন্মবার্ষিকীর শুভেচ্ছা, আমার জীবন। তুমি আমার জীবনে সূর্যের আলো। আমার জীবনে যা কিছু পেয়েছি, এর মধ্যে তুমিই সেরা। পৃথিবীর অন্য সবকিছুর চেয়ে আমি তোমাকেই বেশি ভালোবাসি।
উল্লেখ্য, জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সাকিবকে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। তবে তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। বর্তমানে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটের বাইরে রয়েছেন।
পিবিএ/জেডআই