তাবলীগ জামাতের ১৪ সদস্যদেকে অচেতন করে চুরি

পিবিএ, কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কবিরহাটে তাবলীগ জামাতের এক সদস্যের বিরুদ্ধে সঙ্গী ১৪ জনকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত দুই দিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগ জামাতের ১৫জন সদস্য এখানে আসে। পরে বৃহস্পতিবার দিনগত রাতে ভাতের সাথে ডাল খেয়ে সবাই অচেতন হয়ে পড়ে। তবে এ ঘটনায় তাবলীগ জামাতের ময়মনসিংহের রুবেল নামের এক সদস্য পলাতক রয়েছে।
পরে স্থানীয়রা শুক্রবার সকালে অসুস্থ তাবলীগ জামাতের ১৪জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সদস্যরা বলেন, পলাতক রুবেল তাদের জামাতের সফর সঙ্গী ছিল। সে গতকাল রাতে সবাইকে ভাতের সাথে ডাল খাইয়ে ছিল। ভুক্তভোগীদের ধারণা, সে ডালের সাথে অচেতন হওয়ার মত কোন দ্রব্য খাইয়ে এ ঘটনা ঘটিয়েছে। পলাতক রুবেল তাবলীগ জামাত সা’দ গ্রুফের সদস্য বলে দাবি করেন ভুক্তভোগী তাবলীগ জামায়াতের সদস্যরা।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পিবিএ/রহমত উল্যাহ/এএম

আরও পড়ুন...