ধর্ষণের মামলা না তোলায় বাড়ী থেকে তুলে নিয়ে খুন!

rapeপিবিএ ডেস্ক : হুমকির সামনে মাথা নত না করে থানায় গিয়ে দায়ের করেছেন ধর্ষণের মামলা। তার জেরেই প্রাণ হারাতে হল এক তরুণীকে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করেছে খুন করেছে অভিযুক্ত ধর্ষক। ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রাম-ফরিদাবাদ এক্সপ্রেসওয়ের খুশবু চক থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা গিয়েছে, নিহত ওই তরুণী পেশায় নর্তকী এবং হরিয়ানার করনালের বাসিন্দা ছিলেন। তিনি গুরুগ্রামের একটি পানশালায় নাচতেন। ওই পানশালাতেই বাউন্সার হিসাবে কাজ করত অভিযুক্ত সন্দীপ কুমার। একসময় দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। কিন্তু ২০১৭ সালের মার্চ মাসে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই তরুণী। । তার অভিযোগের ভিত্তিতে সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে আসে সে।

জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই নির্যাতিতাকে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত সন্দীপ কুমার। মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। এমনকি,হুমকি দিচ্ছিল তার পরিবারকেও। কিন্তু তাতে ভয় পেয়ে পিছিয়ে আসেনি নির্যাতিতা। গতকাল শুক্রবার ধর্ষণ মামলার শুনানি ছিল গুরুগ্রাম আদালতে। তার বয়ান রেকর্ড করতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগে নাথুপুরে তার বাড়িতে চড়াও হয় অভিযুক্ত।

নির্যাতিতার মায়ের দাবি, মেয়ের সঙ্গে আদালতে যাবেন বলে করনাল থেকে গুরুগ্রাম গিয়েছিলেন তিনি। শুক্রবার সকাল ৬টার দিকে হঠাৎ তাদের বাড়িতে গাড়ি নিয়ে হাজির হয় সন্দীপ। নির্যাতিতার সঙ্গে গাড়িতে বসে কিছুক্ষণ কথা বলতে চায় বলে জানায়। তাতে রাজি হননি নির্যাতিতা। কিন্তু জোর করে তাকে গাড়িতে নিয়ে গিয়ে বসায় অভিযুক্ত। তারপর আর এক মুহূর্তও নষ্ট করেনি। দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় সে।

পরে বেশ কয়েকবার নির্যাতিতার মাকে ফোন করে অভিযুক্ত। মামলা তুলে না নিলে, তার মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তাতেও কাজ না হওয়ায় ওই তরুণীকে গুলি করে খুন করে সে। গুরুগ্রাম-ফরিদাবাদ এক্সপ্রেসওয়ের খুশবু চক এলাকায় মৃতদেহ ফেলে চম্পট দেয়। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান সুভাষ বোকান জানান, ‘স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুকে, মাথায়, মোট চারটা গুলি করা হয়েছে তাকে। ঘটনার পর থেকেই পলাতক সন্দীপ। ফরিদাবাদের তিগাঁওয়ের বাসিন্দা সে। তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন নির্যাতিতার মা। ডিএলএফ ফেজ-১ থানায় তার বিরুদ্ধে ৩০২ (খুন) এবং বেআইনি অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।’

 

পিবিএ/জিজি

আরও পড়ুন...