পিবিএ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন- সিপাহী মৃত্যুঞ্জয় ও ফরিদ ইসলাম। সোমবার (১১ নভেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাঁড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
জানা যায়, স্থানীয় চোরাকারবারিরা মাদকসহ বিভিন্ন পণ্য নিয়ে আসছিল। এসময় বিজিবির টহল দল তাদের দেখে আটকানোর চেষ্টা করলে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। এতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে তবে চোরাকারবারিদের কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে সিপাহী মৃত্যুঞ্জয়কে কক্সবাজারের রামু সিএমএইচ এবং সিপাহী ফরিদুল ইসলামকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
পিবিএ/এমআর