মালদ্বীপে প্রবাসীদের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

মোঃ ইমরান হোসেন তালুকদার,পিবিএ, মালদ্বীপ: মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস ১০ই নভেম্বর ২০১৯ তারিখ (১২ই রবিউল আউয়াল ১৪৪১ হিজরী)-এ “পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)” যথাযথভাবে পালন করেছে। এ উপলক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠান-এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তর্জমা ও দোয়া করা হয়। এরপর মহানবী হযরত মোহাম্মদ (সঃ)-এর জীবনের উপর ভিত্তি করে একটি তথ্যবহুল প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনাপর্বে দূতাবাসের মনোনীত কর্মকর্তা বক্তব্য প্রদান করেন।
সমাপনী বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)-এর সার্বজনীন নীতি ও আদর্শের গুরুত্ব তুলে ধরে তা অনুসরণ করার জন্য নতুন প্রজন্মকে বিশেষভাবে আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ফটোসেশন এবং চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পিবিএ/জেডআই

আরও পড়ুন...