পিবিএ,ডেস্ক: এসব কথা মনে হওয়াটাই স্বাভাবিক। কারণ, নবজাতক আবার করে নাকি? তা-ও আবার দিনে ২৫টি সিগারেট! আক্ষরিক অর্থে অবশ্যই নয়। কিন্তু, দিল্লিতে দূষণ এমন ভয়াবহ জায়গায় পৌঁছেছে, যা একজন সদ্যোজাত শিশুর কাছে দিনে ২৫টি সিগারেট টানার সমান ক্ষতিকর। এমনটাই দাবি করেছেন দিল্লির প্রখ্যাত চেস্ট সার্জেন, স্যার গঙ্গারাম হাসপাতালের সেন্টার ফর চেস্ট সার্জারির চেয়ারম্যান ডাক্তার অরবিন্দ কুমার।
দিল্লিতে বায়ু মানের সূচক ৬০০-র বেশি, পাশাপাশি পিএম (পার্টিকল) হল ২.৫। এই চিকিত্সকের ব্যাখ্যা, বায়ু মানের সূচক ৫০০ ছাড়ালেই তা দিনে ২৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। অর্থাত্ দিল্লিতে যে শিশু জন্মাচ্ছে, পরিবেশগত কারণে তার ফুসফুসের ক্ষতি হচ্ছে।
লাং কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার অরবিন্দ কুমারের দাবি, ১৯৮৮ সাল থেকে তিনি স্বাস্থ্যকর জোড়া ফুসফুস দেখেননি। তাঁর কথায়, ‘আমার মনে পড়েছে না, শেষ কবে আমি অপারেশন থিয়েটারে গোলাপি ফুসফুস জোড়া দেখেছি! যে কারণে শিশুদের মধ্যে হাঁপানি, নিউমোনিয়ার পাশাপাশি নানাবিধ ফুসফুসের সংক্রমণ বাড়ছে। একই কারণে বড়দের মধ্যে সিওপিডি বেড়ে চলেছে।’
তিনি জানান, বায়ু দূষণ ও ধূমপানের মধ্যে রাসায়নিক কম্পোজিশনে কোনও ফারাক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ও আগেই সতর্ক করেছে, দূষিত বাতাস কার্সিনোজেন ক্যাটেগরির। ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে।
পিবিএ/এএম