পিবিএ, ঢাকা: বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মম নির্যাতনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আজ বুধবার (১৩ নভেম্বর) আদালতে জমা দেয়া হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। ২৫ জনকে আসামি করে এ অভিযোগপত্র দেয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বুয়েটছাত্র আবরার হত্যা মামলার অগ্রগতির জানাতে দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে ডিবি। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) ছাত্র আবরার ফাহাদকে।
পিবিএ/জেডআই