কে পরকীয়ায় বেশি আগ্রহী, পুরুষ না নারী

পিবিএ ডেস্ক: পরকীয়া শব্দটি দিন দিন আমাদের সমাজে যত বেশি করে প্রকট হচ্ছে ততই ভালোবাসার গুরুত্ব কমছে দুটো মানুষের মধ্যে। পরকীয়ার জন্য তেমন ভাবে কোনো শাস্তি না থাকলেও সাধারণ মানুষের একটা বড় অংশ এটিকে নেতিবাচক মনোভাব নিয়েই দেখে। তবে পরকীয়ার জন্য অনেকে পুরুষদেরই দায়ী করেন কিন্তু আমেরিকার মিসৌরি স্টেট ইউনিভার্সিটির একটি সমীক্ষা বলছে পুরুষ নয়, বিবাহিত নারীরাই পরকীয়ার দিকে বেশি ঝুঁকছে।

হাজার হাজার দম্পতির ওপর পরীক্ষা চালানোর পর তারা জানতে পেরেছেন, অনেক মহিলাই বি আহিত জীবন নিয়ে সুখী নন। স্বামীর সঙ্গে এরকম শীতল সম্পর্কের কারণেই তারা অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় মাতছেন। এক্ষেত্রে কেবল শরীরের চাহিদাই বেশি করে প্রাধান্য পায়।

বিবাহিত জীবনের সুপ্ত বাসনা গুলিকে চরিতার্থ করতেই অন্য পুরুষের আশ্রয়ে যান তারা কারন সেখানে নিজের ইচ্ছেকে এবং স্বাধীনচেতা মনোভাবকে বেশি করে গুরুত্ব দিতে পারেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...