বান্দরবানে মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে মধুবন মিষ্টির দোকানকে মামলা

পিবিএ, বান্দরবান : বান্দরবান বিশুদ্ধ খাদ্য আদালত, জনগনের বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে বান্দরবানের মধুবন পরিবেশক “শফিক এন্ড ব্রাদার্স”কে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে এ মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালাখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা জনাব, মুজাহিদুর রহমানের নেতৃত্বে বান্দরবান বিশুদ্ধ খাদ্য আদালত, জনগনের বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৯টায় অভিযান পরিচালনা করে বাংলাদেশের স্বনাম ধন্য অভিজাত মিষ্টি বিপণি বিতান মধুবনের বান্দরবান সদর পরিবেশক “শফিক এন্ড ব্রাদার্স”কে মেয়াদ উত্তীর্ণ খাবার ও খাবার অযোগ্য নষ্ট কেক (কেকে শ্যাওলা) নষ্ট মিঠায় (মিষ্টিতে শ্যাওলা) বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনীতে মজুদ করার দ্বায়ে বান্দরবান বিশুদ্ধ খাদ্য আদালত এ মামলা দ্বায়ের করেন।

এ সময় বান্দরবান বিশুদ্ধ খাদ্য আদালত পরিদর্শক মিথুন কুমার বড়ুয়া, বান্দরবান সদর থানা পুলিশ উপ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান সহ সঙ্গীয়রা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত পূর্বেও এই প্রতিষ্টানের বিরুদ্ধে অযোগ্য খাবার রাখার দ্বায়ে জরিমানা করেছিলেন বান্দরবান বিশুদ্ধ খাদ্য আদালত।

পিবিএ/নয়ন চক্রবর্তী/জেডআই

আরও পড়ুন...