পিবিএ ডেস্কঃ মালয়েশিয়ায় আব্দুল্লাহ আল-মামুন (৩২) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
মালয়েশিয়ার ক্লাং মেরু এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আব্দুল্লাহ আল-মামুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়া যায় মামুন। এর মধ্যে কয়েক বার বাড়িতেও এসেছেন বেড়াতে।
শুক্রবার বিকালের দিকে বাড়িতে সংবাদ আসে মালয়েশিয়ার একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
এ বিযয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে তারা শুনেছেন। তবে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই। তবে তথ্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছেন তারা।
পিবিএ/এমআর