প্রেমিকের পুরুষাঙ্গ কামড়ে ক্ষত-বিক্ষত করে দিলেন প্রেমিকা

পিবিএ ডেস্ক: প্রেমিকের আচরণে একজন নারীর মনে হচ্ছিল তার সঙ্গে প্র’তা’রণা করা হচ্ছে। বিষয়টি ভাবতে ভাবতে হ’তা’শাগ্র’স্ত হয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে প্রেমিকের পুরু’ষা’ঙ্গ কামড়ে ক্ষ’ত-বি’ক্ষ’ত করে দেন তিনি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

জানা গেছে, ৩৩ বছর বয়সী এসপারেনজা গোমেজ তার প্রেমিকের সঙ্গে ম’দ্যপান করেন। গত বৃহস্পতিবার রাতে ম’দ্যপানের সময় আরেক নারীও ছিল তাদের সঙ্গে। ওই সময় গোমেজের প্রেমিক আবদার করে বসেন, তার সঙ্গে বিছানায় যেতে হবে। কিন্তু কেবল মজা করার জন্য ম’দ্যপানের জন্য ডেকে এ ধরনের প্রস্তাবে হ’তভ’ম্ব হয়ে পড়েন গোমেজ। বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, রাগের মাথায় গোমেজ তার প্রেমিকের মুখে স’জো’রে ঘু’ষি মে’রে দেন। তারপর পু’রু’ষা’ঙ্গে কামড় দেন এবং চাকু বের করে তা কেটে ফেলার চেষ্টা করেন। প্র’তা’র’ণা করার উদ্দেশ্যেই এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে ম’দ্যপা’নের পর, সেটি বুঝতে পেরেই গোমেজ এ ধরনের কাজ করেন।

গোমেজ পুলিশকে বলেছেন, নিজের মনের ভেতরের হ’তা’শা কাটিয়ে ওঠার জন্যই তিনি এ ধরনের কাজ করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোমেজের প্রেমিক আ’হ’ত হয়েছেন। তাকে চিকিৎসাও নিতে হয়েছে। তবে শরীরের অন্য কোথাও আ’ঘা’তের চিহ্ন নেই। প্রেমিকের অভিযোগের ভিত্তিতে গোমেজকে আ’ট’ক করা হয়। তবে ছয় হাজার পাঁচশ ডলারে তিনি জামিন পান।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...