ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

পিবিএ ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ঘুষ সেধেছেন।

তিনি বলেন, নির্বাচনের আগে তদন্তের বিনিময়ে সামরিক সহায়তা দেয়া বা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব ঘুষ ছাড়া আর কিছু নয়। বুধবার প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির সামনে অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানি শুরু হয়।

শনিবার হোয়াইট হাউজের বাজেট কর্মকর্তা মার্ক স্যান্ডির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আসন্ন নির্বাচনে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট নেতা জো বাইডেনের ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনোস্কিকে টেলিফোনে চাপ দেন বলে অভিযোগ উঠেছে।

সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে মার্কিন প্রতিনিধি পরিষদ গত সেপ্টেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের ঘোষণা দেয়। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

পিবিএ//এমএসএম

আরও পড়ুন...