বঙ্গবন্ধুর ভ্রাতুষকন্যা তাহমিনা মিনাকে মনোনয়ন দেয়ার দাবি

পিবিএ,খুলনা: জাতীয় সংসদের খুলনা-বাগেরহাট সংরক্ষিত নারী-১১ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষকন্যা শেখ তাহমিনা মিনাকে মনোনয়ন দেওয়ার দাবিতে রবিবার সকালে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে জেলা ও মহানগর মহিলা লীগের উদ্যোগে মানববন্ধন করা হয়।

মানববন্ধন
বঙ্গবন্ধুর ভ্রাতুষকন্যা তাহমিনা মিনাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান জেলা ও মহানগর মহিলা লীগ।

মানববন্ধনে শেখ তাহমিনা মিনাকে সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক বলাকা রায়, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার শোভা, কনিকা সাহাসহ নারী নেতৃবৃন্দ।

এ সময় নারী নেতৃবৃন্দ বলেন, এরআগে খুলনা-বাগেরহাট সংরক্ষিত নারী আসনে যাদেরকে সংসদ সদস্য মনোনয়ন দেয়া হয়েছে তারা কেউই খুলনা ও বাগেরহাটের নারী সমাজসহ এলাকার উন্নয়নে তেমন কোন ভুমিকা রাখেনি।

তাই উন্নয়নের অগ্রগতি ও নারীদের ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধুর পরিবারের সদস্য শেখ তাহমিনা মিনাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার জন্য সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান। শেখ তাহমিনা মিনাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই-সম্বলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক শত নারীরা মানববন্ধনে যোগ দেয়।

পিবিএ/ এমটি/ জেডআই

আরও পড়ুন...