পিবিএ,ডেস্ক: আরেকটি দুর্দান্ত ইনিংস খেলে অনূর্ধ্ব-১৯ দলকে তৃতীয় জয় এনে দিলেন তৌহিদ হৃদয়। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে যুব দলের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো বাংলাদেশ। রবিবার চট্টগ্রামে ৫ উইকেটে চতুর্থ ওয়ানডে জিতেছে স্বাগতিকরা।
থামার কোনও ইঙ্গিত নেই তৌহিদের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অপরাজিত ৮২ ও ১২৩ রানের ইনিংসের পর আরেকটি সেঞ্চুরি এলো তার ব্যাটে। ১১৫ রান করেন ১৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৬১ রানের লক্ষ্য পূরণ সহজ করতে অবদান রাখেন আকবর আলীও। ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
সফরকারীরা টস জিতে আগে ব্যাট করে। ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করে তারা। সোনাল দিনুশারের ৪৩ রান ছিল দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরা ছোটখাটো অবদান রেখে লঙ্কানদের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।
বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৩ উইকেট নিয়ে সফল বোলার। শামীম হোসেন ও রাকিবুল হাসান একটি করে উইকেট নেন।
জবাবে তৌহিদ আগের ম্যাচের মতোই জ্বলে ওঠেন। ৯ চার ও ৩ ছয়ে খেলেন ম্যাচসেরা ইনিংস। তাতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে। ৪৭.২ ওভারে ৫ উইকেটে ২৬৫ রান করে স্বাগতিকরা। আগামী মঙ্গলবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দুই দল।
পিবিএ/এএম